কিভাবে মুটের প্রস্তুতি গ্রহন করতে হবে
প্রথমেই মুটে সমস্যাটাকে (Fact) কে বার বার মনোযোগ দিয়ে পড়তে হবে। যেহেতু সাধারণত মুটের সমস্যা গুলো আপিল পর্যায়ে থাকে তাই আপিলে মূল ভত্তি গুলো জানা বেশ জরুরি। অনেক সময়ে প্রশ্নে আপিলের ভিত্তিগুলোতে সমস্যা স্পষ্টভাবে উল্লেখ থাকে। আবার অনেক সমস্যার ক্ষেত্রে নিম্ন আদালতের সিদ্ধান্তের কারণ বর্ণিত থাকে ও বলা থকে পরাজিত পক্ষের কোন রুলিং এব Findings এর বিরুদ্ধে আপিল করেছে। মুট প্রবলেমের ধরন যেমনি হোক না কে সমস্যাটাকে বারে বারে পড়ে ১০০% বোঝার কোন বিকল্প নেই, তাই প্রবলেম পাওয়ার পর বার বার পড়তে হবে। সবচেয়ে ভালো হয় যদি কাউকে ফ্যাক্টটা বুঝনো যায় এতে অনেক প্রশ্ন আসবে এবং তা থেকে নতুন অনেক কিছুই বেরিয়ে আসতে পারে।