শুল্ক ও কর ফ্রি মালামাল
বিদেশ থেকে আসার সময় অনেকেই অনেক কিছু নিয়ে আসেন আবার অনেকে ভয়ে আনেন না, শুল্ক ও কর সকল মালামের জন্যই প্রয়োজন হয় না (এখানে সুধু ব্যক্তিগত ভাবে আনা মালামালে কথা বলা হয়েছে) চলুন দেখে নেয়া যাক শুল্ক ও কর ফ্রি মালামাল গুলো কি কি।
কাস্টমস রুল 3 (5), 3(7) এবং Rule 10 এ নিম্নোক্ত আইটেম গুলোকে শুল্ক ও কর মুক্ত পণ্য হিসেবে গণ্য করা হয় ।
- ক্যাসেট প্লেয়ার / টুইন-ওয়ান
- disc man / Walkman (অডিও)
- পোর্টেবল অডিও সিডি প্লেয়ার
- (প্রিন্টার ও ইউপি-এস সহ) ডেস্কটপ / ল্যাপটপ কম্পিউটার
- কম্পিউটার স্ক্যানার
- কম্পিউটার প্রিন্টার
- ফ্যাক্স মেশিন
- (এইচডি ক্যাম, ডিভি ক্যাম, বেটা ক্যাম, & পেশাদারী ক্যামেরা ছাড়া) ভিডিও ক্যামেরা
- Still Camera/Digital Camera
- General Push Button / কর্ড-লেস টেলিফোন সেট
- সাধারণ / ইলেকট্রিক ওভেন / মাইক্রোওয়েভ ওভেন
- রাইস কুকার / প্রেস কুকার
- টোস্ট করার বৈদ্যুতিক যন্ত্র / স্যান্ডউইচ মেকার (বৈদ্যুতিক) / ব্লেন্ডার / ফুড প্রসেসর / জুসার / কফি মেকার
- সাধারণ ও বৈদ্যুতিক টাইপ-রাইটার
- গৃহস্থালি সেলাই মেশিন (ম্যানুয়াল / ইলেকট্রিক)
- ছক / স্তম্ভে ফ্যান
- খেলাধুলা সামগ্রী (ব্যক্তিগত ব্যবহারের জন্য শুধুমাত্র)
- 100 গ্রা স্বর্ণ বা 200 গ্রাম রৌপ্য অলঙ্কার
- সিগারেট এক কার্টুন (200 টি)
- পর্যন্ত 21 “প্লাজমা, এলসিডি, টিএফটি, এলইডি টেলিভিশন ও 29 অবধি” (সিআরটি) সাদাকালো / রঙিন টেলিভিশন
- ভিসিআর / VCP
- সাধারণ সিডি ও 02 (দুই) ভাষাভাষী কম্পোনেন্ট সঙ্গে (সঙ্গীত কেন্দ্র)
- ভিসিডি / ডিভিডি / এলডি / এমডি ব্লু রে ডিস্ক প্লেয়ার
- এলসিডি কম্পিউটার আপ থেকে 19 মনিটর
- দুটি মোবাইল / সেলুলার ফোন সেট
- এক অ পেশাদার ভিডিও ক্যামেরা
- কোন প্রকার এক ব্যক্তিগত কম্পিউটার
Duty and Tax Free Goods (Updated 4 June, 2015)