শুল্ক ও কর ফ্রি মালামাল

বিদেশ থেকে আসার সময় অনেকেই অনেক কিছু নিয়ে আসেন আবার অনেকে ভয়ে আনেন না, শুল্ক ও কর সকল মালামের জন্যই প্রয়োজন হয় না (এখানে সুধু ব্যক্তিগত ভাবে আনা মালামালে কথা বলা হয়েছে) চলুন দেখে নেয়া যাক শুল্ক ও কর ফ্রি মালামাল গুলো কি কি।

কাস্টমস রুল 3 (5), 3(7) এবং Rule 10 এ নিম্নোক্ত আইটেম গুলোকে শুল্ক ও কর মুক্ত পণ্য হিসেবে গণ্য করা হয় ।

  1. ক্যাসেট প্লেয়ার / টুইন-ওয়ান
  2. disc man / Walkman (অডিও)
  3. পোর্টেবল অডিও সিডি প্লেয়ার
  4. (প্রিন্টার ও ইউপি-এস সহ) ডেস্কটপ / ল্যাপটপ কম্পিউটার
  5. কম্পিউটার স্ক্যানার
  6. কম্পিউটার প্রিন্টার
  7. ফ্যাক্স মেশিন
  8. (এইচডি ক্যাম, ডিভি ক্যাম, বেটা ক্যাম, & পেশাদারী ক্যামেরা ছাড়া) ভিডিও ক্যামেরা
  9. Still Camera/Digital Camera
  10. General Push Button / কর্ড-লেস টেলিফোন সেট
  11. সাধারণ / ইলেকট্রিক ওভেন / মাইক্রোওয়েভ ওভেন
  12. রাইস কুকার / প্রেস কুকার
  13. টোস্ট করার বৈদ্যুতিক যন্ত্র / স্যান্ডউইচ মেকার (বৈদ্যুতিক) / ব্লেন্ডার / ফুড প্রসেসর / জুসার / কফি মেকার
  14. সাধারণ ও বৈদ্যুতিক টাইপ-রাইটার
  15. গৃহস্থালি সেলাই মেশিন (ম্যানুয়াল / ইলেকট্রিক)
  16. ছক / স্তম্ভে ফ্যান
  17. খেলাধুলা সামগ্রী (ব্যক্তিগত ব্যবহারের জন্য শুধুমাত্র)
  18. 100 গ্রা স্বর্ণ বা 200 গ্রাম রৌপ্য অলঙ্কার 
  19. সিগারেট এক কার্টুন (200 টি)
  20. পর্যন্ত 21 “প্লাজমা, এলসিডি, টিএফটি, এলইডি টেলিভিশন ও 29 অবধি” (সিআরটি) সাদাকালো / রঙিন টেলিভিশন
  21. ভিসিআর / VCP
  22. সাধারণ সিডি ও 02 (দুই) ভাষাভাষী কম্পোনেন্ট সঙ্গে (সঙ্গীত কেন্দ্র)
  23. ভিসিডি / ডিভিডি / এলডি / এমডি ব্লু রে ডিস্ক প্লেয়ার
  24. এলসিডি কম্পিউটার আপ থেকে 19 মনিটর
  25. দুটি মোবাইল / সেলুলার ফোন সেট
  26. এক অ পেশাদার ভিডিও ক্যামেরা
  27. কোন প্রকার এক ব্যক্তিগত কম্পিউটার

Duty and Tax Free Goods (Updated 4 June, 2015)

ল হেল্প বিডি আইনের আলো ছড়িয়ে দেয়ার জন্য সাধারণ ভাবে আইন নিয়ে আলোচনা করে। আইনের আশ্রয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য একজন আইনজীবীর পর্যাপ্ত গবেষণা ও কৌশল প্রয়োগ করেন যার ফলে তা সাধারণ আইনের ব্যতিক্রম হতে পারে, আমাদের লেখা এবং সাধারণ সাহায্য কোন আইনজীবীর বিকল্প নয়। প্রয়োজনে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন।

আমাদের সেবা নিতে চাইলে ফর্ম, ই-মেইল lawhelpbd@gmail.com বা ফেসবুকের ম্যসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন।

Rayhanul Islam

অ্যাডভোকেট রায়হানুল ইসলাম ল হেল্প বিডির প্রধান লেখক ও সম্পাদক। তার আইন পেশার পাশাপাশি তিনি আইনকে সহযে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তথ্য ও প্রযুক্তি, মনোবিজ্ঞান এবং দর্শনে তার বিশেষ আগ্রহ রয়েছে। প্রয়োজনে: rayhan@lawhelpbd.com more at lawhelpbd.com/rayhanul-islam

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দু:খিত এই লেখাটির মেধাসত্ত্ব সংরক্ষিত !!