Site icon আইন সেবা [ল হেল্প বিডি]

প্রফেশনাল আইনি সেবা

প্রফেশনাল আইনি সেবা

আইনের প্রতিটি বিষয় এবং এর সংশ্লিষ্ট প্রতিটি ঘটনা বিশ্লেষণের দাবি রাখে। তাই সব প্রশ্নের উত্তর; বিশেষত, সুনির্দিষ্ট বিষয় বা ঘটনা ভিত্তিক প্রশ্নের উত্তর সম্পূর্ণ না জেনে অথবা কাগজপত্র না দেখে দেয়া অসম্ভব, তাই আইনি বিষয়গুলোর জন্য আমরা তিনটি ধাপে প্রফেশনাল আইনি সেবা প্রদান করে থাকি।

এই প্রফেশনাল লিগ্যাল সার্ভিস দেয়ার জন্য আমাদের সাথে সাথে রয়েছেন ব্যরিস্টার, উকিল, আইনজীবী, বিশেষজ্ঞ গবেষক ও পেশাজীবী, শিক্ষানবিশ আইনজীবী, মহুরি ইত্যাদি [ সংক্ষেপে “প্যানেল”] এবং ঢাকা তথা দেশের বিভিন্ন প্রান্তে আমরা একাধিক চেম্বারের মাধ্যমে ও অনলাইনে আপনার সুবিধা এবং প্রয়োজনের সমন্বয়ে এই আইন সেবা প্রদান করে থাকি।

১. ইনফর্ম

আমাদেরকে জানান ও আইডিয়া নিন

আপনার বিষয়টি দেখে একজন আইনজীবী এই বিষয়ে কি করা যায় সেমতে আপনাকে ই-মেইলের মাধ্যমে একটা প্রাথমিক ধারনা প্রদান করবো।

এরপর আপনার অবস্থান এবং প্রয়োজন মোতাবেক আমাদের প্যানেল থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। আপনার সাথে কথা বলে আপনাকে আমাদের প্যানেল থেকে আপনার জন্য যিনি উপযুক্ত এবং ভাল হবেন তার সাথে এপয়েন্টমেন্ট ঠিক করা হবে।

কিভাবে জানাবেন

প্রথমে আমাদের সাথে আপনাকে আমাদের যে কোন একটি মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করতে হবে। যোগাযোগের জন্য আপনি নিচের যে কোন একটি মাধ্যম ব্যবহার করতে পারেন।

১। ল হেল্প বিডি ফর্ম; এখানে ফর্মটি পূরণ করুন
২। ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে; আমাদের ফেসবুক পেইজ লিংক: Law Help BD
৩। ই-মেইলের মাধ্যমে; আমাদের ই-মেইল এড্রেস: lawhepbd@gmail.com
৪। জরুরী ক্ষেত্রে সরাসরি ফোন করে; সময় নেওয়ার জন্য কল করুন: +880 1840-402594 নং এ

বি.দ্র: ফর্মে “Professional legal service” টি সিলেক্ট করবেন এবং অন্য ক্ষেত্রে আপনি যে প্রফেশনাল সর্ভিস চাচ্ছেন তা উল্লেখ করবেন।

২. এনালাইসস

আমাদের সাথে কথা বলুন ও কাজের প্রক্রিয়া সম্পর্কে জানুন

এই ধাপে আমার একটা মিটিংয়ের আয়োজন করবো, যেখানে সরাসরি ও সবিস্তারে আপনার বিষয় সমূহ একজন এডভোকেট সাহেব শুনবেন ও আপনাকে একটা প্রাথমিক পরামর্শ দিবেন। যতটা সম্ভব ডকুমেন্ট সহ আলোচনা করা হবে। এই ধাপে আপনাকে একটা মিনিমাম সম্মানী প্রদান করতে হবে।

এই ধাপে আপনার সমস্যাটি সমাধান করতে বা কাজটি করতে কেমন খরচ ও সময় লাগবে তা আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনি চাইলে আমাদের সাথে কাজটি করতে পারেন অথবা আমাদের উপদেশ নিয়ে অন্য কোথাও কাজটি করাতে পারেন।

বি. দ্র: আমাদের পরামর্শক্রমে আমাদের মাধ্যমে আপনার আইনি কাজটি করলে আপনার ২য় ধাপের খরচটি পরবর্তী খরচের সাথে এডযাষ্ট করা হবে। তার মানে আপনার অতিরিক্ত কোন খরচ হবে না।

অন্যদিকে, বিষয়টি দেখে আমাদের মনে হয় এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা, অনুসন্ধান, আইনি বিশ্লেষণ, আইনি গবেষণা, ইত্যাদির দাবি রাখে তবে ডকুমেন্ট গুলো আমাদের কাছে রেখে আপনার একটি ফর্মাল লিগ্যাল এডভাইস নিতে হবে। আমার আমাদের সময়-শ্রম বিবেচনা করে এই লিগ্যাল এডভাইসের জন্য আপনাকে একটা খরচ দিতে হবে যা মিটিংয়েই বলে দেওয়া হবে।

এই ধাপেই আপনাকে কি করতে হবে এবং কাজটি করতে (আনুমানিক) কি কি লাগবে, কত সময় লাগবে, কত খরচ হবে ইত্যাদি বলে দেওয়া হবে এবং আপনার অনুমতিক্রমে আমরা একশনে যাবো।

দেশের বাইরে থেকে সাহায্য নিতে চাইলে / অনলাইনে

এই মিটিংটি আপনি অনলাইনের বা ফোন কলের মাধ্যমেও সারতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে ৫০ ভাগ অনারিয়াম আগে প্রদান করে মিটিংয়ের সময় নিতে হবে এবং প্রয়োজনে ডকুমেন্ট গুলো স্ক্যান করে আমাদের ই-মেইল করতে হবে। জরুরী প্রয়োজন, বিশেষ অবস্থায় আপনি এই অনলাইন সেবা নিতে পারেন। সাধারণত দেশের বাইরে থাকলে এটা আমরা সাজেস্ট করি এবং দেশের বাইরে বসেই কিভাবে কাজ করা যায় সেই প্রক্রিয়া আমারা জানিয়ে দেই। এজন্য আপনার কেইস ও আইনজীবী ভেদে এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।

৩. একশন

আমাদের সাথে কাজ করুন ও কাজ বুঝে নিন

২য় ধাপে আপনি রাজি হলে আমরা ৩য় ধাপে কাজ করবো এবং আপনার কাজটি যথাযথ ভাবে আপনাকে বুঝিয়ে দেব।

উল্লেখ্য, আউট অব দ্যা কোর্টের বিষয়গুলোতে (যেমন চুক্তি, ডিড, বিবাহ ইত্যাদি) পক্ষগনের উপস্থিতি ইত্যাদির উপর সময় নির্ভর করবে এবং আদালতের বিষয়গুলোতে আদালতের উপর অনেক বিষয় নির্ভর করবে।

বি. দ্র:
* আপনার সুবিধার জন্যই সব বিষয় অনলাইনে ও ফোনে বলা বা করা সম্ভব নয়।
** আইনজীবী বা প্যানেলের সাথে সম্পর্কযুক্ত হওয়ার পর একজন পাঠক তার পূর্ণ বিচার বিবেচনা ব্যবহার করবেন এবং নিজে দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নেবেন, ল হেল্প বিডি একটি আইনের প্লাটফর্ম হিসেবে আপনাকে সাহায্য করবে মাত্র।
বন্ধুদের জানান
Exit mobile version