Site icon আইন সেবা [ল হেল্প বিডি]

এ্যাডভোকেটশীপ তালিকাভুক্তির পরিক্ষার পূর্ণ সিলেবাস ও মানবন্টন – ২০২০

এ্যাডভোকেটশীপ তালিকাভুক্তির পরিক্ষার পূর্ণ সিলেবাস নৈবিত্তিক ও লিখিত পরিক্ষার মানবন্টন – ২০২০ নিচে দেওয়া হল:

আপনি কি বার কাউন্সিলের এ্যাডভোকেটশীপ তালিকাভুক্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার কথা ভাবছেন? তাহলে আমাদের ফ্রী টিউটোরিয়াল গুলো অবস্যই আপনার কাজে লাগবে। ফ্রী টিউটোরিয়াল গুলো দেখতে ঘুরে আসুন: বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ বার কাউন্সিল কতৃক এ্যাডভোকেটশীপ তালিকাভুক্তির (নৈবিত্তিক)  পরীক্ষার মানবন্টন:

Total = 100 Marks

বাংলাদেশ বার কাউন্সিল কতৃক অনুষ্ঠিত এ্যাডভোকেটশীপ এনরোলমেন্ট  লিখিত পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী মানবন্টন দেওয়া হলঃ-

Question (7 out of 13)

Total = 100  (Time – 04 Hours.)

বাংলাদেশ বার কাউন্সিল কতৃক এ্যাডভোকেটশীপ তালিকাভুক্তির পরিক্ষার পূর্ণ সিলেবাস

মনে রাখুন, Preliminary Examination (M.C.Q) এবং Written Examination এর আলাদাভাবে কোন নিদিষ্ট কোন সিলেবাস নেই ।

Group A

(i) The Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908)

বাংলায় দেওয়ানী কার্যবিধির সকল টিউটোরিয়াল দেখুন

(ii) The Specific Relief Act, 1877 (Act No. I of 1877)

 

Group B

The Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898)

 

Group C

The Penal Code (Act No. XLV of 1860)

বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিতে ঘুরে আসুন: বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি (সকল বিষয়) পাতা থেকে।

আমাদের সকল লেখা ও আপডেট পেতে সাবসক্রাইব করুন [ডানদিকে নিচের লাল বেল বাটনটি ক্লিক করুন] অথবা আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে রাখুন।

 

 

বন্ধুদের জানান
Exit mobile version