Site icon আইন সেবা [ল হেল্প বিডি]

সম্পত্তি রক্ষার ক্ষেত্রে খুন করার অধিকার

Full length of cheerful university students walking on campus

self-defense-block-lettersসম্পত্তি রক্ষার ক্ষেত্রে খুন করার অধিকার:

দণ্ডবিধির ১০৩ ধারা আনুসারে আপনার কষ্টার্জিত সম্পত্তিতে যদি-

১) দস্যুদের দ্বারা লুন্ঠনের উপক্রম হয়,

২) রাত্রিকালে আপনার গৃহে কেউ বেআইনী প্রবেশ করে,

৩) কোন গৃহ, তাঁবু বা যানবাহনে আগুন লাগিয়ে দেয়া হয়, যদি সে গৃহ, তাঁবু বা যানবাহন কোন মানুষের বাসস্থান হিসেবে অথবা সম্পত্তি রাখার জায়গা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে,

৪) যদি কোন লোক চুরি করার উদ্দেশ্যে আপনার গৃহে অনধিকার প্রবেশ করে। চুরি করার সুবিধার জন্য আপনাকে গুরুতর আঘাত করতে উদ্ধত হয় এবং আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ না করলে আপনার মৃত্যু বা গুরুতর আঘাত অনিবার্য, প্রভৃতি ক্ষেত্রে আত্মরক্ষার জন্য মৃত্যু ঘটানো পর্যন্ত ক্ষমতা আইন আপনাকে দিয়েছে।

বন্ধুদের জানান
Exit mobile version