Site icon আইন সেবা [ল হেল্প বিডি]

ব্যভিচার কাকে বলে ?

উত্তরাধিকার আইন

দণ্ডবিধির ৪৯৭ ধারাঃ অনুযায়ি যদি কোন ব্যাক্তি অন্য কোন ব্যাক্তির স্ত্রীর সাথে বা যাকে সে অন্যের  স্ত্রী বলে জানে অথবা অন্যের স্ত্রী বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও সে ঐ ব্যাক্তির সম্মতি ও সমর্থন ছাড়া তার স্ত্রীর সাথে এমন যৌন সঙ্গম করে যা নারী ধর্ষনের সামিল নয়, তবে সে ব্যাক্তি ব্যভিচার করেছে এবং এই অপরাধের জন্য দোষী হবে এবং তাকে (৫) পাচ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত করা যাবে। অনুরুপ ক্ষেত্রে স্ত্রী লোকটি দুষ্কর্মের সহায়তাকারি হিসাবে দণ্ডিত হবে না।

বন্ধুদের জানান
Exit mobile version