ব্যভিচার কাকে বলে ?

দণ্ডবিধির ৪৯৭ ধারাঃ অনুযায়ি যদি কোন ব্যাক্তি অন্য কোন ব্যাক্তির স্ত্রীর সাথে বা যাকে সে অন্যের  স্ত্রী বলে জানে অথবা অন্যের স্ত্রী বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও সে ঐ ব্যাক্তির সম্মতি ও সমর্থন ছাড়া তার স্ত্রীর সাথে এমন যৌন সঙ্গম করে যা নারী ধর্ষনের সামিল নয়, তবে সে ব্যাক্তি ব্যভিচার করেছে এবং এই অপরাধের জন্য দোষী হবে এবং তাকে (৫) পাচ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত করা যাবে। অনুরুপ ক্ষেত্রে স্ত্রী লোকটি দুষ্কর্মের সহায়তাকারি হিসাবে দণ্ডিত হবে না।

বন্ধুদের জানান

ল হেল্প বিডি আইনের আলো ছড়িয়ে দেয়ার জন্য সাধারণ ভাবে আইন নিয়ে আলোচনা করে। আইনের আশ্রয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য একজন আইনজীবীর পর্যাপ্ত গবেষণা ও কৌশল প্রয়োগ করেন যার ফলে তা সাধারণ আইনের ব্যতিক্রম হতে পারে, আমাদের লেখা এবং সাধারণ সাহায্য কোন আইনজীবীর বিকল্প নয়। প্রয়োজনে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন।

আমাদের সেবা নিতে চাইলে ফর্ম, ই-মেইল [email protected] বা ফেসবুকের ম্যসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন।

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দু:খিত এই লেখাটির মেধাসত্ত্ব সংরক্ষিত !!