Site icon আইন সেবা [ল হেল্প বিডি]

দেওয়ানী কার্যবিধি কি ও কেন? [সংজ্ঞায়ন] দে. কা. ০২

দেওয়ানী কার্যবিধি কি এবং কেন?

দেওয়ান শব্দটি ফার্সি সহজ বাংলায় যার অর্থ দাড়ায় অর্থ , খাজনা, সম্পত্তি। তাহলে, দেওয়ানী মানে অর্থ, খাজনা বা সম্পত্তি সম্পর্কিত। আর কার্যবিধিকে আমার দুটি ভাগে ভাগ করতে পারি, ১। কার্য বা কাজ ২। বিধি বা নিয়ম কানুন সুতরাং বলা যায়  অর্থ বা সম্পদ সম্পর্কিত যেসব বিষয়াদি আদালতের সামনে পেশ করা হবে সেগুলোর কাজ বা কার্যক্রম কিভাবে কোন নিয়ম মেনে পরিচালনা করা হবে তা বলা হয়েছে এই আইনে। এটি একটি পদ্ধতীগত আইন।

ব্রিটিশ আমলে দুটি ল, কমিশন গঠন করে, যার প্রথমটার কোন কার্যকরিতা ছিল না আর ২য় ল কমিশনের আমলে ১৮৫৭ সালে একটি খসড়া বিল পাস হয় এবং সেই বিলটি ১৮৫৯ সালে ৭ নং আইন হিসেবে পাস করা হয়।

এরপর ১৮৭৭ সালে নতুন করে দেওয়ানী কার্যবিধি পাস করে হয় যা পরবর্তীতে বিভিন্ন সংশোধনীর পর ২১ শে মার্চ ১৯০৮ সালে পরিপূর্ণ রূপে একটি আইন হিসেবে পাস হয়। উল্লেখ্য যে এর পরও বিভিন্ন সংশোধনী এসেছে যার সর্বশেষটি ছিল ২০১৭ সালে।

এক নজরে দেওয়ানী কার্যবিধি

দেওয়ানী কার্যবিধি

টিপস:
# ধারাগুলো (Sections) আইনসভা সংশোধন করতে পারে আর, নিয়মগুলো (Rule)  Supreme Court of Bangladesh সংশোধন করতে পারে।
#
কোন ধারা অসম্পূর্ন থাকলে বুঝতে Order এ যেতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ সংঙ্গায়ন


আমাদের আপডেটেড নোট, গাইড, ভিডিও টিউটোরিয়াল পেতে এবং আইন বিষয়ক বিভিন্ন  ট্রেনিং, কোচিং, কোর্স কিনতে আমাদের  আইন পাঠশালা ওয়েবসাইটটি ভিজিট করুন। ২০২৩ সালের বার কাউন্সিল MCQ পরীক্ষার প্রস্তুতি নিতে আগ্রহী হলে দ্রুত আইন পাঠশালা ফেসবুক গ্রুপ এ সংযুক্ত হোন।

 

বন্ধুদের জানান
Exit mobile version