Site icon আইন সেবা [ল হেল্প বিডি]

দেওয়ানী সমন ও অমান্যের সাজা – দে. কা. ০৭

সমন কি?

দেওয়ানী মোকদ্দমায় বাদী, বিবাদী, অন্যান্য পক্ষ ও সাক্ষীগনকে আদালতের মাধ্যমে নোটিশ পাঠান, এই নোটিশে বিবাদী, অন্যান্য পক্ষ (যদি থাকে) ও সাক্ষীগণকে যথাক্রমে আদালতে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থন বা অভিযোগ / আবেদনের প্রক্ষিতে কিছু বলার থাকলে বা কাউন্টার ক্লেইম থাকলে আদালতের সামনে পেশ করার জন্য জন্য ডেকে পাঠান। এই নোটিশ দিয়ে জানানোকেই সমন বলে।

দেওয়ানী মোকদ্দমায় এই সমন একটি খুব-ই গুরুত্বপূর্ণ বিষয় যা সঠিক ভাবে সম্পন্ন না করলে বা এড়াতে চাইলে মোকদ্দমায় বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

দেওয়ানী কার্যবিধিতে,  ধারা, ২৭ -৩২ এবং আদেশ ৫ এ সমনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এর মধ্যের কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় নিচে তুলে ধরা হোল:

সমন জারির পদ্ধতী

ধারা, ২৭ -৩২ [সমন – Summons]

ধারা, ২৭; বিবাদীকে সমন দিতে হবে।

সমনকে হেলাফেলা নয়


যথাযথ ভাবে মামলা করার পর বিবাদীকে আদালতে এসে উত্তর প্রদান করার জন্য সমন দিতে হবে।

ধারা, ৩০; ঘটনা উদঘাটানের জন্য সমন:

আদালত নিজ থেকে বা কারো আবেদনের প্রেক্ষিতে; কোন ঘটনা উদঘাটন, তদন্ত, পরিদর্শন, দলিল পরীক্ষণ ইত্যাদির জন্য সমনের মাধ্যমে কাউকে সাক্ষ্য দিতে বা দলিল প্রদর্শনের জন্য ডাকতে পারেন।

ধারা, ৩১; যেভাবে  বিবাদীকে সমন দিতে হবে একই ভাবে সাক্ষীর প্রতি সমন দিতে হবে।
মামলার সাক্ষীগণকে সাক্ষ্য প্রদান ও দলিল বা কোন বস্তু আদালতে পেশ করতে সমন প্রদান করতে হবে।

সমন অমান্যের সাজা

ধারা ৩২; সমন অমান্যের সাজা

কোন ব্যক্তি ৩০ ধারার সমন না মানলে এবং অমান্য করলে তার বিরুদ্ধে আদালত নিম্নোক্ত আদেশগুলোর মাধ্যমে তাকে আদালতে আসতে বাধ্য করতে পারে।

 

আদেশ ৫ – Summons

বিধি, ১ । সমন প্রেরণ

বিধি, ২।  প্রত্যেক সমনের সাথে আর্জির কপি প্রদান করতে হবে।
বিধি, ৯। কুরিয়ার, ফ্যাক্স বা ই-মেইলের মাধ্যমেও সামন দেওয়া যাবে।
বিধি, ১০। বিবাদী একাধিক হলে প্রত্যেকের উপর সমন জারি করতে হবে।

সমন জারির আরো কিছু নিয়ম:

বিধি, ১৪। স্থাবর সম্পত্তির জন্য মামলায় দায়িত্বে থাকা প্রতিনিধির উপর সমন জারি করা যাবে ।
বিধি, ১৫। পরিবারের প্রাপ্ত বয়ষ্কদের উপর সমন জারি করা যাবে,  কোন ভৃত্য (কর্মচারী) পরিবার হিসাবে বিবেচিত হবে না [বিধি, ১৫]
বিধি, ১৬। সমন গ্রহনের পর গ্রহীতার কাছ থেকে প্রাপ্তি স্বীকারমূলক সাক্ষর গ্রহণ করবেন। 

 

বিবাদীকে খুঁজে না পাওয়া গেলে বা ইচ্ছাকৃত ভাবে এড়াতে চাইলে

বিধি, ১৭। বিবাদী বা তার প্রতিনিধিকে খুজে না পাওয়া গেলে বা সমন নিতে অস্বীকার  করলে

বিধি, ১৯ বি। প্রতিনিধির মাধ্যমে সমন দেয়া ছাড়াও একই সাথে  প্রাপ্তি স্বীকার ডাকের মাধ্যমে সমনটি প্রেরণ করবেন।

বিধি, ২০। (বিকল্প সমন)

যদি এমন মনে করার কারন থাকে যে, বিবাদী ইচ্ছাকৃত ভাবে সমন এড়ানোর চেষ্টা করছেন তখন

বিধি, ২১। সেই আদালতের জুরিসডিক্সনের বাইরে হলে, যে আদালতে জুরি: আছে তার মাধ্যমে সমন দেবে।
বিধি,২৫। বাংলাদেশের বাইরে অবস্থান করলে / থাকলে পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে।
বিধি, ২৭। পাবলিক অফিসার হলে বা রেলে কাজ করলে হেড অফিসে সমন পাঠাতে হবে।

 

বিশেষ ব্যক্তিদের কাছে সমন প্রেরনের নিয়ম 

 

মনে রাখবেন সমন এড়াতে চাওয়া বা সমন ফেরত পাঠানো মোটেই ভাল বুদ্ধি নয়, সমনটি ফেরত পাঠালেও আইনি প্রক্রিয়া কিন্তু বন্ধ হবে না বরং সমনটি গ্রহণ করে যত দ্রুত সম্ভব একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিন।

আমাদের আপডেটেড নোট, গাইড, ভিডিও টিউটোরিয়াল পেতে এবং আইন বিষয়ক বিভিন্ন  ট্রেনিং, কোচিং, কোর্স কিনতে আমাদের  আইন পাঠশালা ওয়েবসাইটটি ভিজিট করুন। ২০২৩ সালের বার কাউন্সিল MCQ পরীক্ষার প্রস্তুতি নিতে আগ্রহী হলে দ্রুত আইন পাঠশালা ফেসবুক গ্রুপ এ সংযুক্ত হোন।

বন্ধুদের জানান
Exit mobile version