সরকারিভাবে আইনগত সহায়তা প্রাপ্তি সম্পর্কিত তথ্যসমূহ

বাংলাদেশের সংবিধানের ২৭নং অনুচ্ছেদে অনুযায়ী প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমানভাবে আইনের আশ্রয় পাবার অধিকারী। কিন্তু প্রকৃতভাবে দেখা যায় দরিদ্র নাগরিকেরা অর্থের অভাবে আইনজীবি নিয়োগ দিতে পারেন না এবং আদালতের কাছে বিচার চাওয়া্র মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। এসব দরিদ্র জনগোষ্ঠীর বিচার পাবার মৌলিক অধিকার নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রাপ্তি সাংবিধানিক অধিকার হিসেবে বিবেচিত এবং ২০০০ সালে Canadian International Development Agency (CIDA)’র সহযোগিতায় সরকার দরিদ্র বিচারপ্রার্থীর জন্য আইনগত সহায়তা প্রদানের উদ্দশ্যে “আইনগত সহায়তা প্রদান আইন ২০০০” পাশ করে। পরবর্তিতে সরকার ২০১৩ সালে সুপ্রিম কোর্ট এ আইন সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ অধিকতর সংশোধন করে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন ২০১৩ পাস করে।

আইনগত সহায়তা বলতে কি বোঝায়ঃ

আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এর ২(ক) উপ-ধারা অনুযায়ী -“আইনগত সহায়তা” অর্থ আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীকে-

(অ) কোন আদালতে দায়েরযোগ্য, দায়েরকৃত বা বিচারাধীন মামলায় আইনগত পরামর্শ ও সহায়তা প্রদান;

(আ) Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908) এর Section 89A এবং 89B এর বিধান অনুসারে মধ্যস্থতা বা সালিশের মাধ্যমে কোন মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে নিযুক্ত মধ্যস্থতাকারী বা সালিশকারীকে সম্মানী প্রদান;

(ই) মামলার প্রাসঙ্গিক খরচ প্রদানসহ অন্য যে কোন সহায়তা প্রদান; এবং

(ঈ) উপ-ধারা (অ) হইতে (ই) এর উদ্দেশ্য পূরণকল্পে, প্রবিধান দ্বারা নির্ধারিত হারে আইনজীবীকে সম্মানী প্রদান;

এক্ষেত্রে “বিচারপ্রার্থী” বলতে সুপ্রীম কোর্টসহ যে কোন আদালতে দায়েরযোগ্য বা দায়েরকৃত দেওয়ানী, পারিবারিক বা ফৌজদারী মামলার সম্ভাব্য বা প্রকৃত বাদী, বিবাদী, ফরিয়াদী বা আসামী  সরকারি আইনি সেবা পেতে পারেন।

কে আইনগত সহায়তা প্রাপ্তির অধিকারী হবেনঃ

নিম্নবর্ণিত ব্যক্তিগণ আইন সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতে পারেনঃ-

(ক) কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক ৭৫,০০০ টাকার উর্ধ্বে আয় করতে অক্ষম মুক্তিযোদ্ধা;

(খ) বয়স্ক ভাতা পাইতেছেন এমন কোন ব্যক্তি

(গ) ভি জি ডি কার্ডধারী দুঃস্থ মাতা;

(ঘ) পাচারের শিকার নারী বা শিশু;

(ঙ) দুর্বৃত্ত দ্বারা এসিড দগ্ধ নারী বা শিশু;

(চ) আর্দশ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দ প্রাপ্ত যে কোনো ব্যক্তি

(ছ) অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা এবং দুঃস্থ মহিলা;

(জ) উর্পাজনে অক্ষম এবং সহায় সম্বলহীন প্রতিবন্ধী;

(ঝ) আর্থিক অসচ্ছলতার দরুন আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থন করতে অসমর্থ ব্যক্তি

(ঞ) বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সর্মথন করার যথাযথ ব্যবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল;

(ট) আদালত কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলিয়া বিবেচিত ব্যক্তি

(ঠ) জলে কর্তৃপক্ষ আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলিয়া সুপারশিকৃত বা বিবেচিত কোনো ব্যক্তি

(ড) আর্থিকভাবে অসচ্চল,সহায় সম্বলহীন, নানাবিধ আর্থ-সামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্থ যিনি আর্থিক অসচ্ছলতার কারণে স্বীয় অধিকার প্রতষ্ঠিার জন্য মামলা পরিচালনায় অসমর্থ;

এক্ষেত্রে ”অসচ্ছল বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি” অর্থে এমন ব্যক্তিকে বুঝাবে যার বার্ষিক গড় আয় ৫০,০০০০ (পঞ্চাশ হাজার) টাকার উর্ধ্বে নয়।

কখন এবং কোন মামলায় সহায়তা পাবেন?

> দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা যেমন- ব্যক্তির সাথে ব্যক্তির, প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের, বা ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের বিরোধ মিমাংসাকারী আইন ও মামলা। যার নিস্পত্তি হয় সাধারণত ক্ষতিপূরন আদায়ের মাধ্যমে অধিকার ফিরিয়ে দিয়ে, বা বেকেসুর খালাশ করে।

> ফৌজদারী মামলাসমূহ যেমন- অপরাধ দমনকারী আইন ও মামলা যার নিস্পত্তি হয় উপোযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বা বেকেসুর খালাশ হয়।

>পারিবারিক মামলাসমূহঃ পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ এর বিধান মতে যে মামলা গুলো পারিবারিক আদালতে দায়ের করতে হয়, যেমনঃ-

(ক) বিবাহবিচ্ছেদ,

(খ) দাম্পত্য অধিকার পুনরুদ্ধার,

(গ) মোহরানা,

(ঘ) ভরণপোষণ ও

(ঙ) সন্তান-সন্তানাদিগনের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান

> উচ্চ আদালতে আপীল অথবা রিভিশন মামলা সমূহের জন্য সরকারি আইনি সহায়তা পাওয় যায়।

>মামলা দায়েরের পূর্বে মামলা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের আইনি পরামর্শ এবং বিরোধ নিষ্পত্তির সহজ পদ্ধতি ও বিকল্প পদ্ধতির জন্য সরকারি আইনি সহায়তা পাওয় যায়।

> এছাড়া কিছু সুনিদষ্টি ক্ষেত্রে সরকারি আইনি সহায়তা প্রদান করা হয়ঃ

– স্ত্রীর বিনা অনুমতিতে স্বামীর বিয়ে

-শারীরিক নির্যাতন

-যৌতুক দাবী বা যৌতুকের জন্য নির্যাতন

-এসিড নিক্ষেপ

-পাচার

-অপহরণ

-ধর্ষণ

-আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক বা গ্রেফতার।

-সন্তানের অভিভাবকত্ব, ভরণপোষণ ও দেনমোহর আদায়

-বিবাহ বিচ্ছেদ

-সম্পত্তির দখল পুনরুদ্ধার

-দলিল বাতিল

-স্থায়ী নিষেধাজ্ঞা

-সম্পত্তি বন্টন বা বাটোয়ারা

-ঘোষণামূলক মামলা

-চুক্তি সংক্রান্ত মামলা ইত্যাদি।

কোথায় পাব আইনগত সহায়তাঃ

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাঃ এ সংস্থার অধিনে দেশের ৬৪ টি জেলায় ও দায়রা জজের নেতৃতে জেলা লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে।প্রত্যকে জেলা আদালত ভবনে একটি লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি্র অধীনে আবার সারাদেশে উপজলো ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়।

ঠিকানাঃ 

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা

জাতীয় মহিলা সংস্থা ভবন (৮ম তলা)

১৪৫, নিউ বেইলি রোড, ঢাকা-১০০০

http://www.nlaso.gov.bd/

e-mail: [email protected]

অফিস সময়ঃ ৯:০০টা থেকে বিকাল ৫:০০ টা

হটলাইন সার্ভিস: মোবাইল : ০১৭৬১২২২২২২, ০১৭৬১২২২২২৩, ০১৭৬১২২২২২৪

>নারী নির্যাতন প্রতিরোধ সেলঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নারী নির্যাতন প্রতিরোধ সেল আইনগত সেবা প্রদানকারি একটি প্রতিষ্ঠান।

ঠিকানাঃ জাতীয় মহিলা সংস্থা এর প্রধান কার্যালয়, ১৪৫, নিউ বেইলি রোড, ঢাকা –এ সেলটি অবস্থিত। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের ঠিকানাঃ ৩৭/৩, ইস্কাটন গার্ডেন, ঢাকা।

>জেলা লিগ্যাল এইডঃ

প্রত্যেক জেলার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন একটি জেলা কমিটি রয়েছে এবং দেশের ৬৪ টি জেলায় এর অফিস রয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস সমূহঃ

ক্রমিক নং

জেলার নাম

লিগ্যাল এইড অফিস স্টাফের নামঃ

লিগ্যাল এইড অফিস স্টাফের মোবাইল নম্বরঃ

লিগ্যাল এইড অফিসের ঠিকানাঃ

০১.

ঢাকা বিভাষ বিশ্বাস (স্টাফ) ০১৭৪৩-১৮৩১৭৬,

০২-৯৫৭৭৫৪৮

জেলা জজ আদালতের নীচ তলা।

০২.

গাজীপুর মোঃ আব্দুল মোতালেব ০১৭২০-২৫৭০১৯

০২-৯২৬১৫২৩

জেলা জজ আদালতের নীচ তলা।

০৩.

মুন্সীগঞ্জ মোঃ আবু হানিফ ০১৬৮১-৬৬০১১০

০২-৭৬২০৭৯৭

জেলা জজ আদালতের নীচ তলা।

০৪.

মানিকগঞ্জ মুহাম্মদ মাইনুল ইসলাম ০১৯১১-৫৯৮৪৫৮

০২-৭৭১০৫৫৯

জেলা জজ আদালতের নীচ তলা।

০৫.

নারায়নগঞ্জ মোঃ দেলোয়ার হোসেন ০১৭৬২-০৩৬১৩৪

০২-৭৬৪৬১৬৮

জেলা জজ আদালতের নীচ তলা।

০৬.

নেত্রকোনা সোহাগ ভূইয়া ০১৯১৫-৪৩৪৩১৯

০৫৯১-৬১১০০১

জেলা জজ আদালতের নীচ তলা।

০৭.

নরসিংদী মোঃ সাদ্দাম হোসেন ০১৯৩৬-১০০৬১৫

০২-৯৪৭২৪৩৭

জেলা জজ আদালতের নীচ তলা।

০৮.

কিশোরগঞ্জ তাসলিম আরা বেগম ০১৭২১-৫৫৮৪৭৬

০৯৪১-৬১০২৫

জেলা জজ আদালতের নীচ তলা।

০৯.

ফরিদপুর সিরাজুল ইসলাম (স্টাফ) ০১৭১৮-৭৩১৭৭২

০৬৩১-৬৬৫৫৬

জেলা জজ আদালতের নীচ তলা।

১০.

রাজবাড়ী মোঃ রফিকুল ইসলাম ০১৭২০-১৫৯৮১৫

০৬৪১-৬৬০৮৫

জেলা জজ আদালতের নীচ তলা।

১১.

গোপালগঞ্জ মুক্তা চৌধুরী ০১৭১৯-১৪৯২৪২

০২-৬৬৮১৬৫৩

জেলা জজ আদালতের নীচ তলা।

১২.

মাদারীপুর মোঃ রিপনুজ্জামান ০১৭৪২-২০৩৪২৪

০৬৬১-৬২৮০৮

জেলা জজ আদালতের নীচ তলা।

১৩.

শরিয়তপুর আব্দুর রহমান বেপারী ০১৯১৫-৪১১৫২০

০৬০১-৫১৩১৮

জেলা জজ আদালতের নীচ তলা।

১৪.

জামালপুর ঝুমা বেগম ০১৯৩০-৯৬৮৩৩৫,

০১৭৮৪-৮১৪৩৪০.

০৯৮১-৬৫১৭৪

জেলা জজ আদালতের নীচ তলা।

১৫.

ময়মনসিংহ মোঃ আবুল কালাম আজাদ ০১৭২৭-৯৪৮৪৪৭

০৯-১৬৬২৫৩

জেলা জজ আদালতের নীচ তলা।

১৬.

শেরপুর এমদাদুল হক ০১৯১৭-৫৭৮৪৭৬,

০৯৩১-৬২০৮৬

জেলা জজ আদালতের নীচ তলা।

১৭.

টাঙ্গাইল মোঃ নাসির হাসান ০৯২১-৫১৩৬৯০, ০১৯১৭-৭২৬৩১৪ জেলা জজ আদালতের নীচ তলা।

১৮.

রাজশাহী আতিকুর রহমান ০৭২১-৭৭১৩৭৩, ০১৯১৩-৮৩২৫৪২ জেলা জজ আদালতের নীচ তলা।

১৯.

চাঁপাইনবাবগঞ্জ মোঃ মিনহাজুল ইসলাম ০৭৮১-৫১৪৩০, ০১৮১৮-৬০২৮৫৮ জেলা জজ আদালতের নীচ তলা।

২০.

নাটোর জহুরুল ইসলাম ০৭৭১-৬২০৪৯, ০১৭৪৬-২৪৫৩৬৬ জেলা জজ আদালতের নীচ তলা।

২১.

নওগাঁ মোঃ শামসুদ্দিন আহমদ ০৭৪১-৬২৭৬০, ০১৭২৫-৬১৯৭৫৫ জেলা জজ আদালতের নীচ তলা।

২২.

পাবনা মোঃ আলমগীর হোসেন ০৭৩১-৬৩৫৯২, ০১৭১৯-৭৯১৮৩৩ জেলা জজ আদালতের নীচ তলা।

২৩.

সিরাজগঞ্জ মোঃ জিল্লুর রহমান ০৭৫১-৬৫১৬৪, ০১৭১১-২৭৩৭৯৫ জেলা জজ আদালতের নীচ তলা।

২৪.

বগুড়া মোঃ মনিরুজ্জামান ০৫১-৬০৪৭৮,০১৯২২-৯৬৮৪২২ জেলা জজ আদালতের নীচ তলা।

২৫.

জয়পুরহাট মোঃ ফিরোজ হোসেন ০৫৭১-৫১৩০৮,০১৭৩৩-৫২৬৮২১ জেলা জজ আদালতের নীচ তলা।

২৬.

রংপুর মোঃ জুয়েলার্স হোসেন ০৫২১-৫৫৯৮২,০১৯২৫-৭১৭৪০৫ জেলা জজ আদালতের নীচ তলা।

২৭.

নীলফামারী জগদীশ চন্দ্র রায় ০৫৫১-৬১৮৮২,০১৭৪০-০৫২০৬৬ জেলা জজ আদালতের নীচ তলা।

২৮.

গাইবান্ধা মোঃ মেহেদী হাসান ০৫৪১-৬১৮০৫, ০১৭৮১-৩০০৫২৬ জেলা জজ আদালতের নীচ তলা।

২৯.

কুড়িগ্রাম মোঃ মিজানুর রহমান ০৫৮১-৬২০৫৫, ০১৭১৮-৮৭৬৯৪৪ জেলা জজ আদালতের নীচ তলা।

৩০.

লালমনিরহাট মোঃ শফিকুল ইসলাম ০৫৯১-৬১২৮৪, ০১৭২৫-১৯৮৬২৭ জেলা জজ আদালতের নীচ তলা।

৩১.

দিনাজপুর মোঃ শরিফুল ইসলাম ০৫৩১-৬৬২২৭,০১৭৩৮-৩৭৬০১০ জেলা জজ আদালতের নীচ তলা।

৩২.

ঠাকুরগাঁও মাহামুদুল্লাহ ০৫৬১-৫২৪৬২,০১৭৫০-৪২০৮২৪ জেলা জজ আদালতের নীচ তলা।

৩৩.

পঞ্চগড় দুলাল চন্দ্র রায় ০৫৬৮-৬২৩৬৮,০১৭২৪-৬৭৯৬৫০ জেলা জজ আদালতের নীচ তলা।

৩৪.

খুলনা দুষ্মন্ত মন্ডল ০৪১-৭২৯৩৭০, ০১৯১২-৬৮৫৮৬৮ জেলা জজ আদালতের নীচ তলা।

৩৫.

সাতক্ষীরা মোঃ আবুল হোসেন ০৪৭১-৬৩৬৬২, ০১৯১২৮৭৭৯৯৬ জেলা জজ আদালতের নীচ তলা।

৩৬.

বাগেরহাট শায়লা আফরিন ০৪৬৮-৬৪৩৬০, ০১৭২২১৯১৮০৯ জেলা জজ আদালতের নীচ তলা।

৩৭.

যশোর মোঃ আবুল কালাম আজাদ ০৪২১-৭১৫৫৫, ০১৯১৭৮৩১৩৪৪ জেলা জজ আদালতের নীচ তলা।

৩৮.

ঝিনাইদহ মোঃ মেহেদী  হাসান ০৪৫১-৬১৬৬৬, ০১৭১০-১৬৯২১৫ জেলা জজ আদালতের নীচ তলা।

৩৯.

মাগুরা মোঃ ইসমাইল হোসেন ০৪৮৮-৫১০৯৬, ০১৯১৫-৫৫৬৪৪৫ জেলা জজ আদালতের নীচ তলা।

৪০.

নড়াইল মিলন কুমার চৌধুরী ০৪৮১-৬২৭৫৪, ০১৭১৩৯০৯৯৭৩ জেলা জজ আদালতের নীচ তলা।

৪১.

কুষ্টিয়া মোঃ শরিফুল ইসলাম ০৭১-৬৩৩৪২, ০১৭২১৫১৭৪৫৭ জেলা জজ আদালতের নীচ তলা।

৪২.

মেহেরপুর উম্মে করিমা ০৭৯১-৬২১০২, ০১৭১৫-২১১৪৪০ জেলা জজ আদালতের নীচ তলা।

৪৩.

চুয়াডাঙ্গা শেখ আব্দুর সফিক ০৭৬১-৮১০৬৮, ০১৭১৮-৮৬০৫৭৬ জেলা জজ আদালতের নীচ তলা।

৪৪.

বরিশাল মোঃ মেহেদি হাসান ০৪৩১-৬২৭৬১, ০১৭৬-২৫৫১৫৯৫ জেলা জজ আদালতের নীচ তলা।

৪৫.

ভোলা মোঃ ফিরুজ শাহ ০৪৯১-৬১৬৪৪, ০১৭৩৬-২৭২৮৩৪ জেলা জজ আদালতের নীচ তলা।

৪৬.

ঝালকাঠি আবুল হাসান ০৪৯৮-৬৩০৯৬, ০১৭৫৭-২২৯৬২৫ জেলা জজ আদালতের নীচ তলা।

৪৭.

পিরোজপুর মোঃ সোহেল রানা ০৪৬১-৬২৯১২, ০১৯১১-৮৪৯৮৯২ জেলা জজ আদালতের নীচ তলা।

৪৮.

পটুয়াখালী মোঃ জামাল মাতুব্বর ০৪৪১-৬৫২৫৭, ০১৭১৮-২৪৮০০৪ জেলা জজ আদালতের নীচ তলা।

৪৯.

বরগুনা মোঃ কাওছার হোসেন ০৪৪৮-৫১২৯৩, ০১৭৩৯-৩০৩২২২ জেলা জজ আদালতের নীচ তলা।

৫০.

চট্টগ্রাম মোঃ এরশাদুল ইসলাম ০৩১-৬৩১৮৪১, ০১৬৭২-৩৩৮৫১৬ জেলা জজ আদালতের নীচ তলা।

৫১.

কুমিল্লা মোঃ নাজমুল হুদা ০৮১-৬১৭৭৩, ০১৭৩৭-০৪২৫১৭ জেলা জজ আদালতের নীচ তলা।

৫২.

চাঁদপুর সাইদুজ্জামান ০৮৪১-৬৭৩১০, ০১৭২১-৩৩৩৮৭৫ জেলা জজ আদালতের নীচ তলা।

৫৩.

ব্রাহ্মণবাড়ীয়া মোঃ আতিকুল ইসলাম ০৮৫১-৫৭২৫০, ০১৯২০-৮৭২১২৫ জেলা জজ আদালতের নীচ তলা।

৫৪.

নোয়াখালী মোঃ কেরামত ০৩২১-৭১৪৩০, ০১৮১৫-৮৫৫২০৩ জেলা জজ আদালতের নীচ তলা।

৫৫.

লক্ষীপুর আনোয়ার হোসেন ০৩৮১-৫৫১০৩, ০১৭২০-৬২৮১১৩ জেলা জজ আদালতের নীচ তলা।

৫৬.

ফেণী রাজেন্দ্র কুমার ভৌমিক ০৩৩১-৬১৫৫৫, ০১৮১৯-৭৪৪২২৮ জেলা জজ আদালতের নীচ তলা।

৫৭.

কক্সবাজার খোকন মোহাম্মদ ০৩৪১-৬৪৬৯২, ০১৮১৮-৫১০৬৬১ জেলা জজ আদালতের নীচ তলা।

৫৮.

বান্দরবান মিহির কান্তি মিত্র ০৩১-৬৩৩০৩, ০১৮২৪-৪৪০৩৪৪ জেলা জজ আদালতের নীচ তলা।

৫৯.

খাগড়াছড়ি মনির ০৩৭১-৬২২৭০, ০১৮১৪-৯৪১৯৭০ জেলা জজ আদালতের নীচ তলা।

৬০.

রাঙ্গামাটি প্রদীপ কুমার দাস ০৩৫১-৬১৯৬৫, ০১৫৫২-৪৮১৯৩৯ জেলা জজ আদালতের নীচ তলা।

৬১.

সিলেট কেরামত আলী ০৮২১-৭২৯০৬৩, ০১৯১১-৭১১৪১৩ জেলা জজ আদালতের নীচ তলা।

৬২.

মৌলভীবাজার মোঃ ইসরাইল ০৮৬১-৬৩৯৭০, ০১৯১৪-৩৮৭৪৫৪ জেলা জজ আদালতের নীচ তলা।

৬৩.

হবিগঞ্জ রায়হান আহমদ ০৮৩১-৬৩৬১৬, ০১৬৭৪-৪৫৪৬৪২ জেলা জজ আদালতের নীচ তলা।

৬৪.

সুনামগঞ্জ মোঃ আক্তার হোসেন ০৮৭১-৬২৬৫৩, ০১৯১৭-৬৫৫৫৬৫ জেলা জজ আদালতের নীচ তলা।

সংগ্রহীত।

বন্ধুদের জানান

ল হেল্প বিডি আইনের আলো ছড়িয়ে দেয়ার জন্য সাধারণ ভাবে আইন নিয়ে আলোচনা করে। আইনের আশ্রয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য একজন আইনজীবীর পর্যাপ্ত গবেষণা ও কৌশল প্রয়োগ করেন যার ফলে তা সাধারণ আইনের ব্যতিক্রম হতে পারে, আমাদের লেখা এবং সাধারণ সাহায্য কোন আইনজীবীর বিকল্প নয়। প্রয়োজনে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন।

আমাদের সেবা নিতে চাইলে ফর্ম, ই-মেইল [email protected] বা ফেসবুকের ম্যসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন।

Rayhanul Islam

অ্যাডভোকেট রায়হানুল ইসলাম ল হেল্প বিডির প্রধান লেখক ও সম্পাদক। তার আইন পেশার পাশাপাশি তিনি আইনকে সহযে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তথ্য ও প্রযুক্তি, মনোবিজ্ঞান এবং দর্শনে তার বিশেষ আগ্রহ রয়েছে। প্রয়োজনে: [email protected] more at lawhelpbd.com/rayhanul-islam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দু:খিত এই লেখাটির মেধাসত্ত্ব সংরক্ষিত !!