Site icon আইন সেবা [ল হেল্প বিডি]

জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম

দৈনন্দিন জীবনে জাতীয় পতাকার গুরুত্ব ও ব্যবহার অপরিসীম, সরকারি অফিস আদালত কিমবা স্কুল – কলেজে আমরা উড়তে দেখি আমাদের এই স্বাধীনতার প্রাপ্তিকে, অনেকে আবার অতি আবেগে এই পতাকাকে নানান ভাবে ব্যবহার করেন, যা কিনা আবার কারো কারো চোখে দৃষ্টি কটু ও অবমাননাকর দেখায়। তাই জাতীয় পতাকা ব্যবহারের নিয়মটা জেনে রাখা ভাল।

আমরা অনেকেই জানিনা জাতীয় পতাকার ব্যবহার নিয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে, PEOPLE’S REPUBLIC OF BANGLADESH FLAG RULES, 1972

এই আইন অনুযায়ী ঠিক করে দেওয়া আছে জাতীয় পতাকার আকার, ব্যবহার, বিধি, অপব্যবহার, এবং লঙ্ঘনে শাস্তি চলুন তবে দেখে নেয়া যাক। ( সহজে বোঝার স্বার্থে হেডিং ব্যবহার করা হল)

জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম

জাতীয় পতাকার আকার:

পৃথক পৃথক স্থানে পতাকা উত্তোলনের জন্য কিছু নির্ধারিত নীতিমালা হয়েছে। যেমন,
• ভবনে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হলো—১০ ফুট* ৬ ফুট, ৫ ফুট *৩ ফুট, ২.৫ ফুট /১.৫ ফুট।
• মোটরগাড়িতে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হলো—১৫ ইঞ্চি* ৯ ইঞ্চি, ১০ ইঞ্চি *৬ ইঞ্চি।
• আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হল—১০ ইঞ্চি *৬ ইঞ্চি।
এখানে উল্লেখ্য, সরকার ভবনের আয়তন অনুযায়ী এবং প্রয়োজনে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ঠিক রেখে বড় আয়তনের পতাকা প্রদর্শনের অনুমতি প্রদান করতে পারবে।

সাধারণ নিতি: কখন ও কিভাবে পতাকা ব্যবহার করা হবে:

জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম

কোথায় কিভাবে জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না:

জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম

জাতীয় পতাকা উত্তোলন এবং নামাবার নিয়ম:

জাতীয় পতাকা অর্ধনমিত করার নিয়ম:

কিছু সাধারণ নির্দেশনাবলি:

পতাকা উত্তোলনের ক্ষেত্রে কিছু সাধারণ নির্দেশনাবলি রয়েছে আইনে,

মিশন/ পররাষ্ট্র/ প্রতিনিধি গনের কাজে জাতীয় পতাকার ব্যবহার:

কিছু বিশেষ দিনে সারা দেশের সরকারী-বেসরকারি সবধরনের অফিসে জাতীয় পতাকা উড়ানোর নির্দেশনা আছে আইনে। দিবসগুলো হলো,

 

শাস্তি

এই আইন ১৯৭২ সালে প্রণীত হলেও ২০১০ সালের আগ পর্যন্ত এই আইন অমান্যকারীদের জন্যে কোন শাস্তির বিধান ছিলোনা। পরবর্তীতে ২০১০ সালের ২০ জুলাই জাতীয় সংসদে একটি নতুন বিল পাশ হয় যার দ্বারা এই আইনে শাস্তির বিধান সংযোজন করা হয়। পাশ হওয়া সেই বিলে আইন অমান্যকারীদের জন্যে ১ বছরের কারাদণ্ড বা ৫০০০ টাকা জরিমানা বা উভয় শাস্তির বিধান রাখা হয়।

এই আইন সম্পর্কে আরো বিস্তারিত জনাতে আইনটি এখান থেকে দেখে নিতে পারেন।

বন্ধুদের জানান
Exit mobile version