Site icon আইন সেবা [ল হেল্প বিডি]

প্রতিবন্ধকতা

সাক্ষ্য আইন, ১৮৭২, ধারা ১১৫

কারো স্বীকারোক্তি কোন চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু প্রতিবন্ধকতা (estoppel ) হতে পারে।

প্রতিবন্ধকতা কি?

কোন ব্যক্তি কোন কাজকে/ বিষয়কে স্বীকার করে নিলে পরে সে সেটি অস্বীকার করতে পারে না। ধরি, ক চুরির কথা স্বীকার করে নিয়েছে, সে পরে সেটি অস্বীকার করলে বাধা প্রাপ্ত হবে (তাকে অস্বীকার করতে দেওয়া হবে না/ গ্রহণ হবে না), এটিই প্রতিবন্ধকতা (Estoppel) ।

অতএব, কাউকে কেবলমাত্র তার স্বীকারোক্তির কারণে দোষী বলে ধরে নেওয়া যাবে না অন্যান্য বিষয়ও প্রমাণ করতে হবে, তবে তার স্বীকারোক্তির কারণে সে সেসব বিষয় আর অস্বীকারও করতে পারবে না।

বন্ধুদের জানান
Exit mobile version