প্রথমেই ল হেল্প বিডি-তে আপনাকে স্বাগতম।
আপনি কি আইনি সহায়তা খুঁজছেন? অথবা চাইছেন আইনি পরামর্শ? আপনার আইনি জিজ্ঞাসার উত্তর দিতেই আপনি কি আইনি সহায়তা খুঁজছেন? অথবা চাইছেন আইনি পরামর্শ? আপনার আইনি জিজ্ঞাসার উত্তর দিতেই আমাদের এই প্রচেষ্টা। আপনার পাচ্ছেন বিনামূল্যে আইন সহায়তা। প্রশ্ন করতে পারেন আইন ও আইনের সঙ্গের সংশ্লিষ্ট বিষয় নিয়ে। আপনাদের সেবা দিতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করবো। আমাদের আই বিনামূল্যের আইন সহায়তায় থাকছে, সাধারণ আইনি বিষয়ে জিজ্ঞাসা ও উত্তর, আইনের সাধারণ আলোচনা, কোন বিষয়ে প্রাথমিক আইন পরামর্শ ইত্যাদি।
আমাদের এই সেবাটি একটি স্বেচ্ছাশ্রম ভিত্তিক সেবা যা আমদের আমাদের প্যানেল আইনজীবী ও এডভোকেটরা অবসর সময় প্রদান করে থাকেন। এই সেবায় আপনার জটিল বিষয়ে, বিশেষ আইনি বিষয়ে, দলিল, জাগয়া-জমিন ও কৌশলগত বিষয়ে বিষয়ে পরামর্শ দেওয়া হয় না কারণ তা বাস্তবভিত্তিক ভাবে সম্ভব নয়। তাছাড়া আপনি যদি ইতোমধ্যে কোন বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে সেবা নিয়ে থাকেন তবে সে ক্ষেত্রেও আমাদের এই সেবা আপনার জন্য প্রযোজ্য নয়।
আপনি দ্রুত এবং ঘটনাবহুল বিষয়ে আইনি সমাধান চাইলে আপনাকে আমাদের প্রফেশনাল সেবা গ্রহণ করতে হবে।
আমরা আমাদেই এই আইনি সেবা সম্পূর্ন বিনামূল্যে দিয়ে থাকি তবে অনেক সেবার অনুরোধ থাকার কারনে আপনাকে অপেক্ষা করতে হতে পারে। তবে আপনি চাইলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে ও আমাদের ইউটিউব চ্যনেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রয়োরিটি লিষ্টে আসতে পারেন।
তাছাড়াও আমরা আশা করি আপনার আমাদের লেখা, ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল শেয়ার করে আমাদের কাজের মূল্যায়ন করবেন এবং আপরকে সহায়তা পেতে ভূমিকা রাখবেন।
আমাদের ফেসবুক পেইজে লাইক দিন
ইউটিউব চ্যনেল সাবক্রাইব করুন
বিনামূলে আইনি সহায়তা কিভাবে নিবেন?
অনলাইনে
প্রথমে, আমাদের সাথে আপনাকে আমাদের যে কোন একটি মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করতে হবে। যোগাযোগের জন্য আপনি নিচের যে কোন একটি মাধ্যম ব্যবহার করতে পারেন।
১। ল হেল্প বিডি ফর্ম; এখানে ফর্মটি পূরন করুন
২। ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে; আমাদের ফেসবুক পেইজ লিংক: Law Help BD
৩। ই-মেইলের মাধ্যমে; আমাদের ই-মেইল এড্রেস: lawhepbd@gmail.com
বি.দ্র: ফর্মে “Basic legal service” টি সিলেক্ট করবেন এবং অন্য ক্ষেত্রে আপনি যে বিনামূল্যে বা প্রাথমিক লিগ্যল সর্ভিস চাচ্ছেন তা উল্লেখ করবেন।
সরাসরি
আমাদের চেম্বারে এসে উপহার স্বরূপ আইনি পরামর্শ গ্রহন করুন
আপনি আমাদের চেম্বারে এসে সরাসরি আমাদের কাছ থেকে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন। আপনার বিষয়টি উপরের যে কোন একটি প্রক্রিয়া ব্যবহার করে আমাদের জানান আপনি যে এই প্রক্রিয়াটি গ্রহণ করতে চাচ্ছেন এবং এপয়েন্টমেন্ট নিয়ে আমাদের চেম্বারে আসুন, আমাদের নতুন ক্লায়েন্ট হিসেবে আপনি উপহার স্বরূপ আমাদের প্রথম আইনি পরামর্শটি পাবেন একদম ফ্রি!
আপনি ঢাকায় অবস্থান করলে আমরা আপনাকে এই প্রক্রিয়াটি অনুসরণ করতে অনুরোধ করব। প্রতিদিনের সিট সংখ্যা নির্দিষ্ট তাই প্রয়োজনে আগেই সময় নিন।
বি. দ্র: সর্বোচ্চ সময় ৩০ মিনিট। আপনার কাগজ পত্র বিশ্লেষণ বা কোন ধরনে দলিল তৈরি করা এই অফারের মধ্যে পড়বে না।
যেসব বিষয় আমরা নিরুৎসাহিত করি
- ভুয়া নাম / আইডি থেকে সাহায্য চাওয়া
- অন্য কারো জন্য অতি উৎসাহিত হয়ে সাহায্য চাওয়া
- কোন কিছুর খরচ সম্পর্কে জানতে চাওয়া
- কৌশল জানতে চাওয়া
- কোন আইনজীবীর কাছে কেইস থাকা সত্ত্বেও অনলাইনে অহেতুক খোজ খবর করা
- ফর্ম ঠিকমত পূরন না করা / ফর্মে মিথ্যে তথ্য দেওয়া – ইত্যাদি।
তাছাড়াও কোন ধরনের সাহায্য চাওয়ার আগে এই পেইজটি থেকে ঘুরে আসুন তাতে আমাদের সময় ও শ্রম দুই বাঁচবে: আইনি সাহায্য নেওয়ার আগে।
এ ছাড়াও আপনাদের জন্য রয়েছে আমাদের প্রফেশনাল আইনি সেবা
আইনের প্রতিটি বিষয় এবং এর সংশ্লিষ্ট প্রতিটি ঘটনা বিশ্লেষণের দাবি রাখে। তাই সব প্রশ্নের উত্তর; বিশেষত সুনির্দিষ্ট ঘটনা ভিত্তিক প্রশ্নের উত্তর সম্পূর্ণ না জেনে বা কাগজপত্র না দেখে দেয়া অসম্ভব তাই এমন বিষয় গুলোর জন্য আপনাকে প্রথমে অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা আপনার ঘটনাটা প্রাথমিক ভাবে বিবেচনা করে আমাদের সাথে সেই বিষয়ে নিয়ে কাজ করে এমন একজন এডভোকেটের নিকট আপনাকে সম্পর্কযুক্ত (রেফার) করবো। তারপর আপনাকে চেম্বারে এসে এডভোকেট সাহেবের সাথে বিস্তারিত কথা বলে ভাল বুঝলে আমাদের সেবা নেবেন। **
বি. দ্র: * ল হেল্প বিডি এডভোকেটের বিকল্প নয়। ** এডভোকেট সাহেবের সাথে সম্পর্কযুক্ত হওয়ার একজন পাঠক তার পূর্ণ বিচার বিবেচনা ব্যবহার করবেন এবং নিজে দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নেবেন। ল হেল্প বিডি আর কোন বিষয়ে দায়বদ্ধ থাকবে না। ল হেল্প বিডি ক্লায়েন্ট এবং এডভোকেটের মধ্যে কোন ধরনের আর্থিক লেনদেনের সাথে যুক্ত নয়। ল হেল্প বিডির সাথে সম্পর্কযুক্ত সেই এডভোকেটদের কাছে কেইস রেফার করা হবে যারা ল হেল্প বিডির মাধ্যেমে অন্যকে সাহায্য করে, ল হেল্প বিডিকে সাহায্য করে এবং গাইড দেয়। পাঠক / ক্লায়েন্টের কোন পরামর্শ বা অভিযোগ থাকলে আমাদের সেটা জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
আপনি যদি বিষয় ভিত্তিক পড়াশুনা বা পরিক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সাহায্য নিতে চান তবে আমাদের ক্যটাগরিতে আপনার বিষয়টি খুজে দেখুন। আর বার কাউন্সিল প্রস্তুতির জন্য দেখুন এখানে।