গোপনীয়তা ও নিরাপত্তা

গোপনীয়তা

এই প্লাটফর্ম সাধারণত ই-মেইল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক ব্যক্তির মধ্যে সম্পর্কযুক্ত করতে পারে তবে প্রত্যেকের গোপনীয়তা বজায় রাখার দায়িত্ব যার যার। কোন প্রফেশনাল সার্ভিসের ক্ষেত্রে ব্যক্তিত্বয় প্রয়োজনীয় সর্তকতামূলক ব্যবস্থা নেবেন এবং এ ব্যাপারে পরবর্তীতে ল হেল্প বিডি কোন দায় নেবে না।

নিরাপত্তা

ল হেল্প বিডি এক্সক্লুসিভ ভাবে কোন দর্শনার্থীর ডাটা বিক্রি বা ব্যবহার করে না তবে সাধারণ ভাবে দর্শনার্থীর অবস্থান (দেশ), ভাষা, চাহিদা, প্রয়োজন, প্রযুক্তি বোঝার চেষ্টা করে যাতে করে আরও ভাল সার্ভিস দেওয়া যায় । যদি কেউ আমাদের সাহায্য কামনা করে আবেদন করে সে ক্ষেত্রে তিনি আমাদের সাবস্ক্রাবার হিসেবে অধিভুক্ত হবেন। আমারা নানা বিধ প্রযুক্তি ব্যবহার করি এবং এড পার্টনারের আওতা ভুক্ত এবং আমারা তাদের পলিসির সাথে একমত হয়েই কাজ করি।

error: দু:খিত এই লেখাটির মেধাসত্ত্ব সংরক্ষিত !!