পুলিশ যখন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে

ফোজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারা মোতাবেক নিম্নলিখিত পরিস্থিতিতে পুলিশ কোন ব্যাক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার পারেন-

১. কোন আমলযোগ্য অপরাধের সহিত  জড়িত ব্যাক্তিকে, যার বিরুদ্ধ অভিযোগ আছে।
২. আইনসংগত কারন ব্যতীত যার নিকট ঘর ধবংস করার হাতিয়ার পাওয়া যাবে।
৩. যাকে সরকার অপরাধী বলে ঘোষনা করা হইসে।
৪. যার নিকট চোরাই মাল পাওয়া যাবে।
৫. পুলিশ সদস্যদের কাজে বাধা প্রদানকারি ব্যাক্তি  অথবা, যে ব্যাক্তি আইনসংগত হেফাজত থেকে পলায়ন করেছে তাকে।
৬. সামরিক বাহিনী থেকে পলায়নকারী ব্যাক্তিকে।
৭. বাংলাদেশে করা হলে শাস্তিযোগ্য অপরাধ হত, বাংলাদেশের বাইরে এরুপ  অপরাধ করলে উক্ত ব্যাক্তিকে।
৮. কোন মুক্তিপ্রাপ্ত আসামী যে ফোজদারী কার্যবিধি আইনের ৬৫৬ ধারা (৩) উপধারানুসারে নিয়ম লংঘন করে ।
৯. যাকে গ্রেফতারের জন্য অন্য পুলিশ অফিসারের নিকট হতে অনুরোধ পাওয়া যাবে।

তাছাড়াও, একজন সিনিয়র পুলিশ সদস্য বা পুলিশ অফিসার নিম্মলিখিত ধারানুযারী কোন ব্যাক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন।

  •  ফোজদারী কযবিধি আইনের ৫৫,৫৬,৫৭,১২৪(৬),১২৮,১৫১,১৭১,৪০১(৩) ধারা মোতাবেক।
  •  মোটরযান আইনের ১৬০,
  • রেল আইন ১৩১ ও ১৩২,
  • পুলিশ আইন ৩৪, ও ৩৪(ক),
  • অফিম আইন ১৪ ও ১৫,
  • Gun আইন ১২ ও ১৩,
  • আফগারি আইন ৬৭,
  • বন আইন ৬৪(ক),
  • খেয়া আইন ৩১,
  • জুয়া আইন ১১,
  • পাসপোর্ট আইন ৪,
  •  ডিএমপি অধ্যাদেশ ১০০।
  •  পিআরবি নিয়ম ৩১৬

আইন মেনে চলুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হউন, অন্যকে আইন  মেনে চলতে উৎসাহিত করুন।

আরো বিস্তারিত দেখুন: ৫৪ ধারা কি? বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করলে আপনার অধিকার কি?

বন্ধুদের জানান

ল হেল্প বিডি আইনের আলো ছড়িয়ে দেয়ার জন্য সাধারণ ভাবে আইন নিয়ে আলোচনা করে। আইনের আশ্রয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য একজন আইনজীবীর পর্যাপ্ত গবেষণা ও কৌশল প্রয়োগ করেন যার ফলে তা সাধারণ আইনের ব্যতিক্রম হতে পারে, আমাদের লেখা এবং সাধারণ সাহায্য কোন আইনজীবীর বিকল্প নয়। প্রয়োজনে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন।

আমাদের সেবা নিতে চাইলে ফর্ম, ই-মেইল lawhelpbd@gmail.com বা ফেসবুকের ম্যসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন।

You may also like...

1 Response

  1. I interested for your good writing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দু:খিত এই লেখাটির মেধাসত্ত্ব সংরক্ষিত !!