বাংলা আইনি শব্দ ও তাদের অর্থ
আমরা যারা সচরাচর আইনি বিষয়বলি নিয়ে ঘাটাঘাটি করি না বা যার আইন ইংরেজীতে পড়েছেন তাদের অনেক সময়েই বাংলায় কোন আইন বা কোন দলিল পড়তে খুব সমস্যা পোহাতে হয়। তখন আমরা অবাক হয়ে উপলব্ধি করি যে অনেক বাংলাই আসলে আমরা জানি না, আবার কিছু বাংলা জানলেও আইনে তার প্রয়োগ বুঝতে পারছি না। তখন আমরা অনেকে বাংলা অভিধান এ শব্দের অর্থ খুঁজি, সেখানে আবার অর্থ পেলেও আইনে তার প্রয়োগ বোঝা আমাদের জন্য দু:সাধ্য ঠেকে, তাই আমার জন্য ও আপনাদের সকলের জন্য আইন-আদালতে ও দলিলে ব্যবহৃত কিছু বাংলা আইন শব্দ ও তাদের অর্থ একত্রিত করার চেষ্টা করলাম।
আমাদের এই চেষ্টা স্বয়ংসম্পূর্ণ নয়, এই লেখাটি নিয়মিত আপডেট হবে। কোন শব্দ খুঁজে না পেলে কষ্ট করে (নীচে) আমাদের মতামত সেই শব্দটি লিখবেন। আমরা দ্রুত সেই শব্দটি আপডেট করার চেষ্টা করবো।
কোন শব্দ খুঁজে পেতে আমাদের সূচি (এই লেখায় পাচ্ছেন) অংশীটির মাধ্যমে সহজে খুঁজে পেতে পারেন অথবা আপনার ব্রাউজারের ডিফল্ট সার্চ সিস্টেম Ctrl + F একসাথে চেপে শব্দটি লিখে সহজেই খুঁজে পেতে পারেন।
তাছাড়াও আমারা ধীরে ধীরে শব্দের সাথে তার ব্যখ্যা ও সংশ্লিষ্ট লেখার সংযোগ ঘটানোর চেষ্টা করবো।
স্বরবর্ণ
- এজমালি/ ইজমালি = যৌথ, সংযুক্ত, বহুজনের একত্রে।
যেমন: এজমালি সম্পত্তি বলতে যৌথ মালিকানাধীন সম্পত্তিকে বোঝায়।
ব্যঞ্জনবর্ণ
ক-ঙ
- কিঃ = কিস্তি। কিন্তু শব্দটি দফা, বার, ক্ষেপ এই অর্থেও ব্যবহৃত হয়।
- কিত্তা/ কিতা = আববি ‘ক্বত্বহ’ শব্দ-জাত। এর অর্থ অংশ, জমির ভাগ, পদ্ধতি।
- খতিয়ান = মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে। এতে ভুমি অধিকারীর নাম ও প্রজার নাম, জমির দাগ নং, পরিমাণ, প্রকৃতি, খাজনার হার ইত্যাদি লিপিবদ্ধ থাকে।
- খারিজ = সাধারণ অর্থে বাতিল করা হয়েছে এমন বোঝায়। ভূমি আইনে একজনের নাম থেকে অন্যজনের নামে জমির মালিকানা পরিবর্তন করে নেওয়াকে বোঝায়।
- গং = অন্যরা, সমূহ। অমুক [ব্যক্তিনাম] ও অন্যান্য বা তার সহযোগীগণ। যেমন: যদি লেখা থাকে আবদুল কাদের গং, তাহলে বুঝতে হবে যে আবদুল কাদেরের সঙ্গে আরও অনেকে আছেন।
চ-ঞ
- চৌঃ = চৌহদ্দি। চৌহদ্দি শব্দের অর্থ হচ্ছে চার দিকের সীমানা।
- ছানি = আরবি শব্দ, অর্থ দ্বিতীয়বার। পুনর্বিবেচনার প্রার্থনা। যেমন: ছানি মামলা।
- ছোলেনামা = মীমাংসা, আপোষ/আপস। ছোলেনামা মানে আপস-মীমাংসা-পত্র।
- জঃ = জমা। সাধারণ অর্থে ‘জমা’ বলতে সঞ্চিত, রাশীকৃত, স্তূপীকৃত হওয়া বোঝায়। কিন্তু ভূমি আইন ও দলিল-দস্তাবেজে এটি ভিন্ন অর্থ বহন করে।
যেমন: জমা মানে পুঁজি, মোট, খাজনা, রাজস্ব, বার্ষিক কর [হাওলার বার্ষিক জমা ১০ টাকা]। আবার ‘জমা ওয়াশিল’-এর অর্থ আয়-ব্যয়ের হিসাব; ‘জমা ওয়াশিল বাকি’ মানে দেয় খাজনার কত আদায় বা লভ্য খাজনার কত আদায় হয়েছে এবং কত বাকি আছে তার হিসাব; ‘জমা খারিজ’ অর্থ যৌথ খতিয়ানের জমা থেকে কোনো সহমালিক বা অংশীদারের আবেদন ক্রমে তার অংশ আলাদা করে যে নতুন জমা ও খতিয়ান সৃষ্টি করা হয়।
ট-ণ
নতুন শব্দ যোগ করুন বা নতুন শব্দ যোগ করার অনুরোধ করুন।
ত-ন
- তঃ/তপঃ = তফসিল, তহশিল।
- তামাদি = ফারসি শব্দ। এর অর্থ নির্ধারিত সময়সীমা।
- তমঃ = তমসুক। আরবি শব্দজাত, যার অর্থ দলিল, ঋণ-স্বীকারপত্র বা খত। অর্থাৎ কর্জ গ্রহীতা যে লিখিত পত্র, বিশেষত সরকারি স্ট্যাম্প বা কাগজ-মূলে কর্জ-দাতার কাছ থেকে টাকা ধার নেয়। বন্ধকী তমসুক মানে হল বন্ধকনামা বা বন্ধকী বা বন্ধকী খত।
- দং = দরুন, বাবদ, দখল।
- নং = নম্বর বা সংখ্যা অর্থে বোঝানো হয়।
- নিম = ফারসি শব্দ। এর অর্থ অল্প, অর্ধেক, অধস্তন বা অধীন ইত্যাদি।
প-ম
- পঃ = পঞ্চম বা পাঁচের স্থানীয়।
- পোঃ = পোস্ট অফিস বা ডাকঘর বোঝানো হয়।
- মোং = মোকাম। এর অর্থ আবাস, বাসস্থান হলেও মূলত বাণিজ্য স্থান বা বিক্রয়কেন্দ্র বোঝাতেই এটি ব্যবহৃত হয়।
- বিতং = বিস্তারিত বিবরণ, কৈফিয়ত, বৃত্তান্ত অর্থে ব্যবহৃত হয়।
- মহঃ = মহকুমা। ব্রিটিশ আমলে জেলার একটি প্রশাসনিক অংশকেই মহকুমা বলা হতো।
- মুসাবিদা = খসড়া তৈরি করা। মুসাবিদা কারক; মানে যিনি দলিল লেখেন।
- মাং/ মাঃ = মারফত। মারফত মানে মাধ্যম, অর্থাৎ যার হাত দিয়ে বা মাধ্যমে আদান-প্রদান করা হয়।
- মৌজা = মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক-এলাকা। মুঘল আমলে কোন পরগনা বা রাজস্ব-জেলার রাজস্ব আদায়ের একক হিসেবে শব্দটি ব্যবহার করা হতো।
য-শ
নতুন শব্দ যোগ করুন বা নতুন শব্দ যোগ করার অনুরোধ করুন।
ষ-ঢ়
- সাং = সাকিন, সাকিম। সাকিন বা সাকিম শব্দের অর্থ ঠিকানা, বাসস্থান।
- সহঃ = সহকারী, যিনি কাজে সহযোগিতা করেন।
- সুদিখত = একশ্রেণীর বন্ধকী দলিল।
- হলফ = সত্য বলার জন্য যে শপথ করা হয়। হলফকারী মানে যিনি সত্যায়ন করেন।
- হিঃ = হিসাব শব্দের সংক্ষিপ্ত রূপ
অন্যান্য
নতুন শব্দ যোগ করুন বা নতুন শব্দ যোগ করার অনুরোধ করুন।
নতুন শব্দ যোগ করার জন্য অনুরোধ করুন / যোগ করুন
এখানে নেই এমন কোন আইন শব্দ আপনার জানার থাকলে দয়া করে নীচের কমেন্ট বক্সে জানান, আমরা দ্রুত সেটা প্রদান করে আপনার কমেন্টের জবাব প্রদান করবে। (বি. দ্র: আপনার কমেন্টের রিপ্লাই প্রদান করলে আপনার কাছে ই-মেইল চলে যাবে)
আমাদের এই পেইজটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে তাই কোন শব্দ খুঁজে না পেলে রিকোয়েস্ট করুন এবং প্রয়োজনে কিছুদিন পর আবার ভিজিট করুন।
মিদং এর পূর্নাঙ্গ অর্থকিঃ
ছাপ কবলা, তামাল-কামাল, ময়গুঞ্জাস, ময়গোমরগুঞ্জাস
ধন্যবাদ। আগামি মাসে যোগ করার চেষ্টা করব।
নতিজাত শব্দের অর্থ কি বা এটির ব্যবহার কি?