ভুয়া ডাক্তার যেভাবে ধরবেন
এদেশ ভরে গেছে ভুয়া জিনিসে, দু নম্বর জিনিস খেয়ে ধরুন গেলেন ডাক্তারের কাছে কিন্তু ডাক্তারি যদি ভুয়া হয় তখন কি করবেন? Bangladesh Medical & Dental Council (BM&DC) যারা কিনা এইসব ডাক্তাদের নিয়ন্ত্রণ করে তাদের ওয়েব সাইটে গিয়ে ঐ ডাক্তারের রেজিষ্টেশণ নম্বর দিয়ে ভেরিফাই করতে পারেন ডাক্তার আসল না নকল। আর তা করতে চলে যান এই লিংকে http://bmdc.org.bd/doctors-info/
এবার আসি আইন ব্যবস্থা সম্পর্কে, মনে ডাক্তার যদি ভুয়া হয় তবে কি করবেন।
১. যদি সে সরকারী ডাক্তার পরিচয় দেয় (বিসিএস স্বাস্থ) তবে তাকে পেনাল কোডের ১৭১ ধারা মতে
২. তা না হলে পেনাল কোডের ৪১৫ ধারা মতে ধোকা দেয়ার জন্য
৩. নকল প্যাড, কার্ড সার্টিফিকেটের জন্য (Forgery and Making a false document) পেনাল কোডের ৪৬৩ ও ৪৬৪ ধারা অনুযায়ী
৪. অন্যের সটিফিকেট ব্যবহার করলে (Using as genuine a forged document) পেনাল কোডের 471 ধারা অনুসারে মামলা করতে পারেন