ভুয়া ডাক্তার যেভাবে ধরবেন

এদেশ ভরে গেছে ভুয়া জিনিসে, দু নম্বর জিনিস খেয়ে ধরুন গেলেন ডাক্তারের কাছে কিন্তু ডাক্তারি যদি ভুয়া হয় তখন কি করবেন?  Bangladesh Medical & Dental Council (BM&DC) যারা কিনা এইসব ডাক্তাদের নিয়ন্ত্রণ করে তাদের ওয়েব সাইটে গিয়ে ঐ ডাক্তারের রেজিষ্টেশণ নম্বর দিয়ে ভেরিফাই করতে পারেন ডাক্তার আসল না নকল।  আর তা করতে চলে যান এই লিংকে http://bmdc.org.bd/doctors-info/

এবার আসি আইন ব্যবস্থা সম্পর্কে, মনে ডাক্তার যদি ভুয়া হয় তবে কি করবেন।
১. যদি সে সরকারী ডাক্তার পরিচয় দেয় (বিসিএস স্বাস্থ) তবে তাকে পেনাল কোডের ১৭১ ধারা মতে
২. তা না হলে পেনাল কোডের ৪১৫ ধারা মতে ধোকা দেয়ার জন্য
৩. নকল প্যাড, কার্ড সার্টিফিকেটের জন্য (Forgery and Making a false document) পেনাল কোডের ৪৬৩ ও ৪৬৪ ধারা অনুযায়ী
৪. অন্যের সটিফিকেট ব্যবহার করলে (Using as genuine a forged document) পেনাল কোডের 471 ধারা অনুসারে মামলা করতে পারেন

ল হেল্প বিডি আইনের আলো ছড়িয়ে দেয়ার জন্য সাধারণ ভাবে আইন নিয়ে আলোচনা করে। আইনের আশ্রয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য একজন আইনজীবীর পর্যাপ্ত গবেষণা ও কৌশল প্রয়োগ করেন যার ফলে তা সাধারণ আইনের ব্যতিক্রম হতে পারে, আমাদের লেখা এবং সাধারণ সাহায্য কোন আইনজীবীর বিকল্প নয়। প্রয়োজনে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন।

আমাদের সেবা নিতে চাইলে ফর্ম, ই-মেইল lawhelpbd@gmail.com বা ফেসবুকের ম্যসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন।

Rayhanul Islam

অ্যাডভোকেট রায়হানুল ইসলাম ল হেল্প বিডির প্রধান লেখক ও সম্পাদক। তার আইন পেশার পাশাপাশি তিনি আইনকে সহযে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তথ্য ও প্রযুক্তি, মনোবিজ্ঞান এবং দর্শনে তার বিশেষ আগ্রহ রয়েছে। প্রয়োজনে: rayhan@lawhelpbd.com more at lawhelpbd.com/rayhanul-islam

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দু:খিত এই লেখাটির মেধাসত্ত্ব সংরক্ষিত !!