রেস্ জুডিকাটা ও রেস সাব জুডিস

দেওয়ানী মোকদ্দমায় কোন মোকদ্দমা চলবে কি না চলবে সেই বিষয়টি বোঝার জন্য দুটি বিষয় বোঝা জরুরী, এর মধ্যে একটি হচ্ছে রেস্ জুডিকাটা ও আরেকটি রেস সাব জুডিস। বাংলায় এদেরকে বলে দোবারা দোষ এবং মামলা স্থগিত করণ।

Res Judicata (Section: 11)
এমন কোন মামলা বা বিচার্য বিষয় কোর্ট আমলে নেবে না যেখানে:
বিষয়টি আগে কোন কোন কোর্ট সরাসরি বা উল্লেখযোগ্য ভাবে শোনা হয়েছে (বিচারের জন্য গ্রহণ করা হয়েছে) এবং চূড়ান্ত ভাবে আদালত কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তবে এই নিয়মে পড়তে হলে নিচের বিষয় গুলো ঠিক থাকতে হবে।

১. পূর্ববর্তী এবং নতুন মামলা সকল পক্ষ একই হতে হাবে
২. পূর্ববর্তী এবং নতুন মামলা শিরোনাম / বিষয় বস্তু একই হতে হবে।
৩. পূর্ববর্তী কোর্টকে যথাযোগ্য হতে হবে।

Res sub judice  (Section: 11)
যখন কোন মামলা কোন কোর্ট বিচারাধীন থাকে তখন সেই বিষয়ে অন্য কোন কোর্ট আর কোন মামলা নেবে না। তবে এই নিয়মে পড়তে হলে নিচের বিষয় গুলো ঠিক থাকতে হবে।

১. পূর্ববর্তী এবং নতুন মামলা সকল পক্ষ একই হতে হাবে
২. পূর্ববর্তী এবং নতুন মামলা শিরোনাম / বিষয় বস্তু একই হতে হবে।
৩. পূর্ববর্তী কোর্টকে যথাযোগ্য হতে হবে।

THE CODE OF CIVIL PROCEDURE, 1908

বন্ধুদের জানান

ল হেল্প বিডি আইনের আলো ছড়িয়ে দেয়ার জন্য সাধারণ ভাবে আইন নিয়ে আলোচনা করে। আইনের আশ্রয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য একজন আইনজীবীর পর্যাপ্ত গবেষণা ও কৌশল প্রয়োগ করেন যার ফলে তা সাধারণ আইনের ব্যতিক্রম হতে পারে, আমাদের লেখা এবং সাধারণ সাহায্য কোন আইনজীবীর বিকল্প নয়। প্রয়োজনে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন।

আমাদের সেবা নিতে চাইলে ফর্ম, ই-মেইল lawhelpbd@gmail.com বা ফেসবুকের ম্যসেঞ্জারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন।

Rayhanul Islam

অ্যাডভোকেট রায়হানুল ইসলাম ল হেল্প বিডির প্রধান লেখক ও সম্পাদক। তার আইন পেশার পাশাপাশি তিনি আইনকে সহযে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। তথ্য ও প্রযুক্তি, মনোবিজ্ঞান এবং দর্শনে তার বিশেষ আগ্রহ রয়েছে। প্রয়োজনে: rayhan@lawhelpbd.com more at lawhelpbd.com/rayhanul-islam

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: দু:খিত এই লেখাটির মেধাসত্ত্ব সংরক্ষিত !!